Learn Google Analytics | Hands on Training in বাংলা
ওয়েবসাইটে কীভাবে কোন মিডিয়া থেকে trafic জেনেরেট হচ্ছে সেটাই আমরা যাচাই করি Google Analytics দিয়ে।

Learn Google Analytics | Hands on Training in বাংলা udemy course free download
ওয়েবসাইটে কীভাবে কোন মিডিয়া থেকে trafic জেনেরেট হচ্ছে সেটাই আমরা যাচাই করি Google Analytics দিয়ে।
ওয়েবসাইট বানানোর পর যখন SEO শুরু করা হয় তখন ই আমাদের সাইটে Trafic আসতে শুরু করে। ট্রাফিক আনার জন্য আমরা বিভিন্ন উপায় নিয়ে থাকি, তার মধ্য সবথেকে বেশী জনপ্রীয় ফেসবুক মার্কেটিং। এছাড়াও আমরা LINK শেয়ার করে থাকি। Google Analytics থেকে আমরা জানতে পারি আমাদের সব ট্রাফিক কোথা থেকে আসছে ও কি কি চ্যানেল দিয়ে। আমি বেসিক লেভেল-এ এই কোর্সটা বানিয়েছি যাতে নতুন ওয়েব-মাস্টারদের বুঝতে সুবিধে হয়। আমি মনে করি মাতৃ ভাষায় শিক্ষা সব থেকে ভালো তাই বাংলায় আমার কোর্স গুল হবে। আমি চাই প্রতিটা বাংলার ছেলে ও মেয়েরা বাজে সময় নষ্ট না করে ডিজিটাল মার্কেটিং শিখে বাংলা ভাষা ভিত্তিক industry গড়ে উঠুক।